বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রমজান আলী মোল্লা (৩৩) ও মফিজুল ইসলাম (২৬) নামে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ১২ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ী রমজান আলী মোল্লা সাতক্ষীরা সদর উপজেলার ঘরছালা গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে ও মফিজুল ইসলাম কলারোয়া থানার মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে অভিযান চালালে পুলিশের সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ দুই অস্ত্র ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ