শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গণমাধ্যমকে এড়িয়ে গেলেন বিবি গভর্নর ড. আতিউর রহমান

গণমাধ্যমকে এড়িয়ে গেলেন বিবি গভর্নর ড. আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি কেলেঙ্কারির মধ্যেই দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে সু-কৌশলে এড়িয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মার্চ ১৪ বিকাল চারটায় ভারত থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন ড. আতিউর রহমান। কিন্তু বিমানবন্দরে নেমে ভিআইপি টার্মিনাল থেকে সাংবাদিকদের এড়িয়ে তড়িঘড়ি করে কালো কাচে ঢাকা গাড়িতে করে বেরিয়ে যান তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি দশ লাখ ডলার চুরি যাওয়ার পরও দেশে না থাকার কারণে এতদিন গণমাধ্যমের সামনে আসেননি তিনি। কিন্তু সোমবার বিকেলে তার দেশে ফেরার খবর পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরা। কিন্তু বিমানবন্দরে কোনো কথা বলবেন না বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের মাধ্যমে সংবাদ কর্মীদের জানিয়ে দেন বিবি গভর্ণর।

এ এফ এম  আসাদুজ্জামান সংবাদ কর্মীদের বলেন,‘ স্যার কোনো বিষয়ে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে জানিয়েছেন। পরে বিকাল চারটা ২৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের  ভিআইপি গেট দিয়ে কালো রঙের কালো কাচ দেয়া একটি গাড়িতে করে বের হয়ে যান ড. আতিউর রহমান। এ সময় সংবাদ কর্মীরা ড. আতিউর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি গাড়ি থামাননি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানায়, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়েছে। পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ