শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়চট্টগ্রামের পর ড্র হলো ঢাকা টেস্টও

চট্টগ্রামের পর ড্র হলো ঢাকা টেস্টও

তিন দিন পর  সোমবার সকালে সূর্যের হাসি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে রোদ। কিন্তু বৃষ্টিতে ক্ষতি যা হওয়ার তা আগেই হয়ে গেছে। আম্পায়ারদের কাছে আজ মাঠ খেলার অনুপযুক্ত মনে হয়েছে। এ কারণে ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের পর ড্র হলো ঢাকা টেস্টও। এর মধ্য দিয়ে অমীমাংসিতভাবে শেষ হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের সিরিজ।

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিনের শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬। দ্বিতীয় টেস্টের পাঁচ দিনের মধ্যে শুধু প্রথম দিনই খেলা হয়। এর আগে বৃষ্টির কারণে চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়। র‍্যাঙ্কিং-শীর্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টেস্টই বৃষ্টির কল্যাণে ড্র হওয়ায় বাংলাদেশের ৬ পয়েন্ট বেরেছে। এখন বাংলাদেশের মোট পয়েন্ট ৪৭। র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮১। ওয়েস্ট ইন্ডিজকে ধরতে বাংলাদেশকে সামনে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ