রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহগদী সিএনজিকে গ্যাস সংযোগ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

শাহগদী সিএনজিকে গ্যাস সংযোগ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের পটিয়ায় ‌‘শাহগদী সিএনজি স্টেশন’কে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রোববার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের করা আপিল আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালতে  সিএনজি স্টেশনের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী মাহমুদুল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হাসান মোহাম্মেদ রিয়াদ।

আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর হাসান মোহাম্মেদ রিয়াদ সাংবাদিকদের বলেন, ‘নতুন গ্যাস সংযোগ দেওয়া শুরু হলেই কেবল আপিল বিভাগের এ রায় প্রযোজ্য হবে।’

তিনি জানান, ২০০৯ সালের ২১ মে সরকারের সম্মতিপত্র নিয়ে চট্টগ্রামের পটিয়ায় শাহগদী সিএনজি ফিলিং স্টেশন কার্যক্রম শুরু করে। পরে সময়মতো গ্যাস সংযোগ না পেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট দুই মাসের মধ্যে সংযোগ দেওয়ার আদেশ দিয়ে রুলও জারি করেছিলেন। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হলে রোববার তা নিস্পত্তি করেন আদালত।

আরও পড়ুন

সর্বশেষ