শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্বামী হত্যার দায়ে স্ত্রীর কারাদণ্ড

স্বামী হত্যার দায়ে স্ত্রীর কারাদণ্ড

স্বামী মনসুর আহম্মদ হত্যা মামলার প্রধান আসামী স্ত্রী সালেহা বেগম প্রকাশ মুন্নিসহ চার আসামীকে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রকিবুল ইসলাম এ রায় দেন।  দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন সালেহা বেগম প্রকাশ মুন্নি, মো. জাহিদ, মো. জসিম ও রনি দত্ত।  এদের মধ্যে মুন্নি ও জসিম কারাগারে এবং জাহিদ ও রনি পলাতক রয়েছে।  আসামীদের মধ্যে মুন্নিসহ মামলার প্রথম তিন আসামীকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা মোতাবেক যাবৎজীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।  মামলার অপর আসামী রনি দত্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৯শে মার্চ বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়তলী গ্রামের মৃত নুরুল হক চৌধুরীর ছেলে মনসুর আহম্মদকে নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মনসুরের স্ত্রী মুন্নি সহ আরও ৪ জন।  হত্যার পর মৃতদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে বস্তাবন্দী অবস্থায় লাশ নদীতে ফেলে দেয় হত্যাকারীরা।

ঘটনার পরের দিন নিহতের ভাই অ্যাডভোকেট ফারুক আহম্মদ বাদী হয়ে ৪জনকে আসামী করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করে।  মামলা তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।  অভিযোগপত্র দাখিলের ভিত্তিতে ২০১১ সালের ৯ জানুয়ারি অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হল।

আরও পড়ুন

সর্বশেষ