রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৭টি বসতঘর

ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৭টি বসতঘর

সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৭টি বসতঘর। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ নারী-পুরুষ। এ ঘটনায় প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোমতাজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ৩৭টি ঘরে বসবাসরত পরিবারের প্রায় শতাধিক মানুষ সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আগুন নিভাতে গিয়ে আহত ১০ জনই গার্মেন্টস কর্মী বলেও জানান তিনি।

স্থানীয় বাড়িওয়ালা রমজান আলী মুন্সি বলেন, নয়াবাজার এলাকার ওয়াহাব আলী সর্দারের ভাড়া দেওয়া বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গার্মেন্টসকর্মী পারভিন জানান, রাত ৮টায় গার্মেন্টস থেকে এসে দেখি আমার ঘরের হাড়ি-পাতিল, কাপড়-চোপড় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড়টাই এখন সম্বল। গার্মেন্টসকর্মী রাশিদা জানান, আমি ও আমার দুই মেয়ে গার্মেন্টসে কাজ করি। রাতে ডিউটি শেষে বাসায় ফিরে ঘরের চিহ্নই খুঁজে পাইনি। দীর্ঘদিনের জমানো টাকা-পয়সাসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ জানান, গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ