বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েটঙ্গীতে বিজিবির গাড়িতে ককটেল নিক্ষেপ, সিরাজগঞ্জ-নাটোরে ট্রাকে আগুন

টঙ্গীতে বিজিবির গাড়িতে ককটেল নিক্ষেপ, সিরাজগঞ্জ-নাটোরে ট্রাকে আগুন

২০ দলের লাগাতার অবরোধ ও বৃহস্পতিবারের হরতালে সিরাজগঞ্জ, নাটোরে পন্যবাহী ট্রাকে আগুন ও গাজীপুরের টঙ্গীতে বিজিবির টহল গাড়ি লক্ষ্য ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।  বিএনপি’র ডাকা টানা অবরোধ চলাকালে বুধবার গভীর রাতে নলকা-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজারের কাছে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-০৪২৫) রংপুর এবং তাড়াশ উপজেলার মহিষলুটি থেকে অপর একটি মাছ বোঝাই ট্রাক (নরসিংদী ন-১১-০১৭৭) ঢাকা যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাক দুটি পাচলিয়া বাজারের কাছে পৌছলে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল মহাসড়কের নিচ থেকে পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় ট্রাকের চালকেরা নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক মহাসড়কের নিচে খাদে পড়ে যায় এবং অপর ট্রাকের চালক মহাসড়কের উপরেই ট্রাকটি থামিয়ে ভয়ে পালিয়ে যায়। এ সুযোগে পিকেটাররা ট্রাক দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ট্রাক দুটির সামনের দিকে সম্পূর্ন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
নাটোরে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুন এবং দুর্বৃত্তদের এলোপাথারি মারপিটে ট্রাকের চালক অজয় দাস এবং হেলপার রাসেল হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলকায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান আলী জানান, ভোর ৫টার দিকে একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে রাজশাহীর পুঠিয়ায় যাচ্ছিল। পথে আহম্মেদপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে আগুন দেয়।খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেয়ার পর ট্রাকের চালক ও হেলপার আহত অবস্থায় ট্রাক থেকে বের হয়ে এলে দুর্বৃত্তরা তাদের এলোপাথারি লাঠিপেটা করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজিবি’র গাড়িতে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে টঙ্গী এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে হরতালের সমর্থনে স্থানীয় খাঁ পাড়া রোড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় এশিয়া পেট্রোল পাম্পের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করার সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় টহলরত বডার গার্ডের (বিজিবি) গাড়ি লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদল কর্মীরা।
আরও পড়ুন

সর্বশেষ