শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তর করার সিদ্ধান্ত

রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তর করার সিদ্ধান্ত

Pic 01বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ’৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৪  ৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিটের সেক্রেটারী নরুল আনোয়ার চৌধুরী বাহার আলোচ্যসূচী অনুযায়ী ২০১৩ সনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০১৪ সনের বার্ষিক প্রতিবেদন, ২০১৩ সনের ইউনিট ও জেমিসন মাতৃসদন হাসপাতালের অডিট রিপোর্ট ও ২০১৫ সনের ইউনিট ও হাসপাতালের দু’খানা সম্ভাব্য আয়-ব্যয়ের বার্ষিক বাজেট পেশ করেন এবং সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইউনিট কার্যনির্বাহী কমিটি’র সদস্য জসিম উদ্দিন শাহ, এনায়েত হোসেন নয়ন, দোলন মজুমদার, ডাঃ তিমির বরণ চৌধুরী, এস এম আশেক মাহমুদ (মামুন), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। আজীবন সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মুরাদ বিল্পব, আবু বক্কর চৌধুরী, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, জসিম উদ্দিন খন্দকার, আনোয়ার আজম, এ কে এম নুর হোসেন, সুনীল দত্ত, মুক্তিযোদ্ধা হারুন-উর-রশীদ, এমদাদুল আজিজ চৌধুরী, ডাঃ সাদেকুর রহমান, জানে আলম, নুরে আলম সিদ্দিকী, সেলিনা আকতার ও শেখ শাফকাত আজম।

সভায় বক্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট। অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে সর্বদায় এগিয়ে আসে। এ ধারাবাহিকতায় দেশের অন্যতম ইউনিট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি এর সার্বিক তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে ২০ তলা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ এ রূপান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম আরো গতিশীল করার জন্য নতুন কার্য্যকরী পর্ষদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া দক্ষ প্রশিক্ষিত যুব সদস্য গঠনের লক্ষ্যে আগামী জানুয়ারী ২০১৫ যুব সমাবেশ এবং ডিসেম্বর ২০১৫ এ জাতীয় ক্যাম্প চট্টগ্রাম করার ঘোষণা করা হয়। সভার পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন হাফেজ মোহাম্মদ নূর এবং চলতি ২০১৪ সালে মৃত্যুবরনকারী আজীবন সদস্য, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রেড ক্রিসেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্কুল কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষক, যুব রেড ক্রিসেন্ট সদস্যদের বিদেহী অত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ