শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির পজিটিভ ডিসিপ্লিন শীর্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির পজিটিভ ডিসিপ্লিন শীর্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

Rehana Begum Ranuবেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতা কর্তৃক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত “ শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা ” প্রকল্পের  উদ্যোগে ১৪,২৪ ও ৩৯ নং ওয়ার্ড   সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির পজিটিভ ডিসিপ্লিন শীর্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন হয় । গত  ২৫  নভেম্বর ,২০১৪ ইং তারিখ মঙ্গলবার  সকাল ১০.০০টায় মমতা কনফারেন্স হলে মমতার উপ-প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়  । উক্ত ওরিয়েন্টেশনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জনাব রেহেনা বেগম রানু ও ২৯ নং ওয়ার্ড  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানুর বেগম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব । প্রকল্পের  ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন  সবাইকে শুভেচ্ছা জানান,তিনি সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি বিষয়ে ও এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন এবং সেই সাথে চাইল্ড সেইফ গার্ডিং পলিসি বিষয়ক মূল ধারনা পত্র উপস্থাপন করেন । প্রকল্পের ফিল্ড অফিসার সৈয়দ আমিনুল হক আদনান-শিশু অধিকার ওবিভিন্ন প্রকারের শাস্তি ও শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  ও এর প্রভাব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন । এরপর মুক্ত আলোচনা পর্ব শুরু হয়- সিবিসিপিসি কমিটি সদস্য ও এনজিও কর্মী লাকী বলেন- সামাজিক নিরাপত্তা ও সামাজিক অবক্ষয়  অতোপ্রতভাবে জড়িত । আজকের এইশিশুরা মাদক দ্রব্যে সহ নানারকম অপরাধের বাহক হিসেবে ব্যবহারিত  হচ্ছে । আমাদেরকে তাদেও এই ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে । রেড ক্রিসেন্ট প্রতিনিধি- হাসান বলেন- আমাদের সবাইকে প্রতিটি বস্তিতে গিয়ে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তির ক্ষতিকর  বিষয় সম্পর্কে  সচেতন করতে হবে । সিবিসিপিসি কমিটি সদস্য ও বিদগ্ধ ব্যাক্তিত্ব জানে আলম বাহার বলেন- শিশুদেরকে চাপিয়ে দেওয়ার প্রবনতা থেকে  থেকে অভিভাবকদের  মানসিকতার ইতিবাচক মনোভাবের মাধ্যমে সরে আসতে হবে । শিশুরা আসলে কোন জায়গায় সুরক্ষিত নয় । আজকের এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী । এ জন্য সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটিকে একেবারে  তৃণমূল পর্যায় থেকে  যথাযথভাবে কাজগুলো করে  যেতে হবে । ২৯ নং ওয়ার্ড  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানুর বেগম বলেন- শিশুদের  সুরক্ষা বিষয়ে কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব ,শিশু অধিকার বিষয়ে আমাদেরকে একযোগে কাজ করতে হবে । বিশেষতঃ কর্মজীবি মায়ের সন্তানদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে । এবং সেই সাথে আমাদের ধর্মীয় অনুশাষন মেনে চলতে হবে ।২৪ নং ওয়ার্ড  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জনাব রেহেনা বেগম রানু বলেন- শিশুদের সুরক্ষার জন্য বাল্যবিবাহ রোধ করতে হবে এবং মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে । একজন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব । তিনি আরো বলেন-শিশুদের আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে  শিশু অধিকার আইন ২০১৩ প্রনয়ন ও পাশ  সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ও আমাদের  সবাইকে শিশু অধিকার আইন ২০১৩ এর সফল বাস্তবায়নের মাধ্যমে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি কমাতে ও  শিশু সুরক্ষা বিষয়ে দলমত নির্বিশেষে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । শিশুদের সুরক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে । মমতার পরিচালক( অর্থ) জনাব মোহাম্মদ শাহারিয়ার বলেন- শিশুদের  শারিরীক ও মানসিক  অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা প্রকল্পের কাজের মাধ্যমে শিশুদের  অধিকার নিশ্চিত করনে মমতা যে উদ্যোগ গ্রহন করেছে তার সফল বাসÍবায়নে  সরকারের আইনী সহায়তা প্রদান কারী সংস্থা সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের প্রতিনিধিদের  সহযোগীতা কামনা করেন । সভাপতির বক্তব্যে মমতার উপ-প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ফারুক বলেন  শিশুরা আসলে কোন জায়গায় সুরক্ষিত নয় । শিশুদেরকে  দায়ী না করে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাই তাহলে আজকের এই সমস্যাটা সমাধানে বিশেষ ক্ষেত্র তৈরি হবে । উক্ত শিশু সুরক্ষা  বিষয়ক  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির পজিটিভ ডিসিপ্লিন শীর্ষক ওরিয়েন্টেশনে যথাসময়ে উপ¯িহত  থেকে ওরিয়েন্টেশনকে সাফল্যমন্ডিত করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাাপন করেন ।এ ছাড়াও ওরিয়েন্টেশনে ১৪,২৪ ও ৩৯ নং ওয়ার্ড  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ