শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়কাইয়ুম চৌধুরীকে শেষ শ্রদ্ধা

কাইয়ুম চৌধুরীকে শেষ শ্রদ্ধা

প্রখ্যাত চিত্র শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এরপর ফুল দিয়ে  তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। এর আগে সকালে এ দেশবরেণ্য শিল্পির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেয়া হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাইয়ুম চৌধুরীর জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে নানার কবরের পাশে দাফন করা হবে।
রোববার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসঙ্গীত সম্মেলনে বক্তৃতার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন কাইয়ুম চৌধুরী। এরপর রাত ৯টা ৮৭ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  রোববার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ