বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদরাজনীতিস্বর্ণ পাচার চক্রের পেছনে প্রধানমন্ত্রীর আশীর্বাদ আছে : রিজভী

স্বর্ণ পাচার চক্রের পেছনে প্রধানমন্ত্রীর আশীর্বাদ আছে : রিজভী

বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদকে স্বর্ণ পাচার চক্রের মূল হোতা উল্লেখ করে তার পেছনে প্রধানমন্ত্রীর আশীর্বাদ আছে বলে দাবি করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশের ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রীর মুখে সবসময় দুর্নীতির বিরুদ্ধে বড় বড় গালভরা কথা শোনা যায়, আর দুর্নীতির বরপুত্ররা সবাই তার ঘনিষ্ঠজন। প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কথা শুনে একটা প্রবাদ মনে পড়ে গেল-সব চুরিই পাপ, তবে সুযোগ পেলে ছাড়তে নেই।’  সোমবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন রিজভী আহমেদ। পাশাপাশি বিমানের চেয়ারম্যান জামালউদ্দিনের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা রয়েছে উল্লেখ করে এই দুর্বলতার কারণ জানতে চান তিনি।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হচ্ছেন বিমানের বর্তমান চেয়ারম্যান ও স্বর্ণ চোরাচালানের আলোচিত ব্যক্তি জামালউদ্দিন। তিনি ছিলেন মিগ-২৯ ক্রয়ে দুর্নীতির অন্যতম হোতা। তার পুরস্কারস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন আজ থেকে ৬ বছর আগে। তার দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিমানের কর্মকর্তা ও কর্মচারীরা সোচ্চার হলেও প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হওয়ায় তিনি বহাল তবিয়তেই রয়ে গেছেন। উল্টো তিন তিনজন মন্ত্রী পরিবর্তন হয়েছে। আর জামালউদ্দিন ও তার ধর্মপুত্রের নেতৃত্বে বিমানের পাইলট, কেবিন ক্রু এবং কিছু কর্মকর্তাকে নিয়ে গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী স্বর্ণ চোরাকারবারি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন মণ মণ সোনা বের করে নিয়ে আসেন নিরাপদে। শুধু সোনা নয়, ধর্মপুত্রকে দিয়ে বিমানের টেন্ডার, নিয়োগ, প্রমোশন, পোস্টিং সবই নিয়ন্ত্রণ করা হতো। গডসান ধরা পড়ার পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।’

‘এইসব তথ্য জানার পর তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে গোটা জাতি, তথাপিও এই অবৈধ সরকারের টনক নড়ছে না’ উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, ‘জামালউদ্দিনের প্রতি প্রধানমন্ত্রীর এতো দুর্বলতা কেন ? কী স্বার্থ আছে তা জাতি জানতে চায়।’  তিনি আরও বলেন, ‘তাই বন্ধুরা, এরা ন্যায়বিচার ও মানবতার শত্রু এদেরকে পরাজিত, প্রতিরোধ ও উৎখাত করতে প্রবল আন্দোলনের বহ্নিশিখা প্রজ্বলিত হলেই এরা যেমন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে ঠিক তেমনিভাবেই পালিয়ে যেতে পেছনের দরজা ব্যবহার করবে।’ এ সময় লতিফ সিদ্দিকী সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বিমানবন্দরে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করে সরকারের গোয়েন্দা বিভাগ নাটক সাজিয়ে ছিল।‘

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার লিভ টু আপিল বাতিল হওয়া প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘সরকার সব জায়গায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বিচার বিভাগের ওপরও তারা হস্তক্ষেপ করছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, সহ-তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল কবীর শাহীন, যুবদল সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ