রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েলতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৪ নভেম্বর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, স্পিকারের অনুমতি ছাড়া বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী।  জাতীয় সংসদের অধিবেশন চলমান রয়েছে, আর তিনিও সংসদ সদস্য পদে বহাল রয়েছেন। সে কারণে তাকে গ্রেফতারে জাতীয় সংসদের স্পিকারের অনুমতি প্রয়োজন।

‘লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, সে ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা রয়েছে কিনা’- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের কোনো ব্যর্থতা নেই। গ্রেফতারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে যেমন সত্য, তেমনি তিনি এখন সংসদ সদস্য রয়েছেন সেটিও সত্য। তাকে গ্রেফতারে আইনি জটিলতা আছে। এর চেয়ে বেশি আমি জানি না।

আরও পড়ুন

সর্বশেষ