রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে২৪ নভেম্বর যশোরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

২৪ নভেম্বর যশোরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

২৪ নভেম্বর সোমবার যশোরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। এদিন বিকেলে যশোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন তিনি। ইতোমধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৩ নভেম্বর রোববার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কর্মকর্তারা কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেছেন। সেখানে বিপুলসংখ্যক এসএসএফ ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কমপ্লেক্স ভবন সাজসজ্জা চলছে পুরোদমে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩০টি গাড়ির  বহর নিয়ে এসএসএফ কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। এ সময় তারা মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে কথা বলেন ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

এদিকে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন উপলক্ষে পুরোদমে চলছে ভবন রঙ করার কাজ। কমপ্লেক্স ভবন এলাকার আশেপাশের এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও রাস্তা সংস্কার কাজ চলছে পুরোদমে। যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ বলেন, এ ভবন নির্মাণের ফলে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। যশোর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আলম জানান, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের জন্য ২০১১ সালের জুলাই মাসে টেন্ডার আহ্বান করা হয়। ২০১১ সালের নভেম্বরে কাজ শুরু হয়। তবে এখন পর্যন্ত নির্মাণ কাজের ৯৮ শতাংশ শেষ হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ