শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম আদালতপাড়া থেকে নগদ ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক

চট্টগ্রাম আদালতপাড়া থেকে নগদ ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক

চট্টগ্রাম আদালতপাড়ার অ্যানেক্স ভবনের সামনে থেকে নগদ ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর একটার দিকে পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. ইলিয়াস (৩২)।  তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায়।নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বাংলানিউজকে জানান, সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় ওই ব্যক্তির কাছে থাকা চটের থলেতে তল্লাশী চালিয়ে টাকাগুলো পাওয়া যায়। এসময় তাকে আটক করে টাকাগুলোর উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও সে নির্ভরযোগ্য কোন তথ্য দিতে পারেনি। মনজুর মোরশেদ বলেন, ‘টাকাগুলোর সুনির্দিষ্ট দাবিদার পাওয়া গেলে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।  দাবিদার না পেলে এ বিষয়ে একটি মামলা দায়ের হবে।’ নির্ভরযোগ্য একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে, আটক ব্যক্তি জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার জন্য টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন।  ওই কর্মকর্তার হয়ে একজন সার্ভেয়ার টাকাগুলো নেওয়ার কথা ছিল।
আরও পড়ুন

সর্বশেষ