শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহয়োগিতায় আই.এস.ডি.সি.এম এর সেচ্ছায় রক্তদান

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহয়োগিতায় আই.এস.ডি.সি.এম এর সেচ্ছায় রক্তদান

Blood donation pressবেসরকারী উন্নয়ন সংস্থা ইনটিগ্রেড সার্ভিস ফর ডেভলপমেন্ট অব চিলডেন্ট এন্ড মাদার আইএসডিসিএম এর উদ্যেগে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহয়োগিতায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী ২৫ সেপ্টেম্বর ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রক্ত বিভাগীয় প্রধান আরাফাত হোসেন, আই.এস.ডি.সি.এম এর প্রোজেক্ট অফিসার মন্জুর আলী ও মনিটরিং অফিসার মোঃ মোস্তাক রায়হান সহ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্য ও  আই.এস.ডি.সি.এম এর কর্মকর্তা।

ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, আমাদের দেশে রক্তের বিশাল চাহিদা রয়েছে। এখনো অনেক লোক মারা যাচ্ছে প্রয়োজনীয় রক্তের অভাবে। অথচ আমাদের একটু চেষ্টা থাকলে হয়ত বেঁচে যেত এসব লোকজন। দেশের বিশাল একটি জনগোষ্ঠি বিভিন্ন ধরণের ভ্রান্ত ধারণা থেকে রক্তদানে আগ্রহী নয়। অথচ একটু সচেতন হলে রক্তের অভাবে কোন লোক মারা যাবে না। তাই প্রত্যকে সচেতন লোকের উচিত সেচ্চায় রক্তদান করা এবং অন্যকে উংসাহিত করা। রক্তদানের ব্যাপারে ইসলামে কোন প্রকার বাধা নেই। প্রত্যকে সুস্থ লোক প্রতি চার মাস পর পর রক্তদান করতে পারে। আমাদের সকলকে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ