রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

চট্টগ্রামের বিভিন্ন স্থানে মঙ্গলবার দুপুর ৩টা ২৮মিনিট ২৩ সেকেন্ডের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। তবে ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জাকির হোসেন  জানান,‘চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কত মাত্রার হয়েছে তা পরিমাপ করা যায়নি।’ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর ওয়েবসাইটে বলা হয়েছে, ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মিজোরাম রাজ্যের সাইহা শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই শহর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। বাংলাদেশের বান্দরবান জেলা থেকে ৯৪ কিলোমিটার পূর্বে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে ১২১ কিলোমিটার পূর্বে। ঢাকা থেকে ৩২৮ কিলোমিটার পূর্বে দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন,‘ভূমিকম্পে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।’ খোঁজ নিয়ে জানা গেছে, নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ