শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়ফিলিস্তিনিদের পাশে কেউ না থাকলে বাংলাদেশ থাকবে : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিদের পাশে কেউ না থাকলে বাংলাদেশ থাকবে : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাক এটা সবারই দাবি। ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলি তান্ডবের কিছু ছবি সংসদকে দেখাতে গিয়ে নিজে কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফিলিস্তিনি শিশুদের ওপর হামলার বর্ণনা করতে গিয়ে বেশ কয়েকবার আটকে যান এসময় কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে আসে। কিছু সময় কথা বলতে না পেরে চুপ থাকেন প্রধানমন্ত্রী। এই সময় পুরো সংসদ গ্যালারীতে নীরবতা নেমে আসে। অন্য সদস্যরাই শোকে বিহবল হয়ে পরেন।

মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় সংসদ শুরু হলে শেখ সেলিম কর্তৃক আনীত কার্য প্রণালীর ১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাব সাধারণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ সেলিম গাজার ওপর ইজরায়েলি হামলা নিয়ে সংসদে এই নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে বিকেল ৫টা ০৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বিবেকের কি একটু নাড়া দেয় না। আবারও কান্না জড়িত  কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, এই ছবি দেখানোর পর বসে থাকা জায় না। ফিলিস্তিনিদের পাশে কেউ না থাকলে বাংলাদেশ থাকবে। প্রয়োজনে আহত ফিলিস্তিনিদের বাংলাদেশে এনে চিকিৎসা দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী আনীত নিন্দা প্রস্তাবটি সমর্থন করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ