বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতি আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলীমের মরদেহ ঢামেক মর্গে

আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলীমের মরদেহ ঢামেক মর্গে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ঢামেকে আনা হয়। আগামী সোমবার বাদজোহর জয়পুরহাটের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিহতের পারিবার নিশ্চিত করেছে। রোববার বাদআসর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে নিহতের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরদিন সোমবার তার মরদেহ জয়পুরহাটে গ্রামের বাড়িতে পৌঁছালে ওই দিন বাদজোহর জয়পুরহাট স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর থানা রোডস্থ পারিবারিক কবরস্থানে আব্দুল আলীমের মরদেহ দাফন করা হবে। গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আব্দুল আলীম মারা যান।

আরও পড়ুন

সর্বশেষ