শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......গ্রেনেড হামলার মূল আসামিদের আড়ালে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে আসামির তালিকা করেছে

গ্রেনেড হামলার মূল আসামিদের আড়ালে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে আসামির তালিকা করেছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মূল আসামিদের আড়ালে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে সরকার ১৭৫ জন আসামির তালিকা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত ‘প্রস্তাবিত ষষ্টদশ সংশোধনী বিল এবং মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একথা বলেন।

বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণের অভিযোগ তুলে মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার করতে না পারে তার জন্য ভয় দেখানো হচ্ছে। বিচার বিভাগ স্বাধীনতার রক্ষাকবচ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সর্ম্পক নেই। তারা যখনি ক্ষমতায় এসেছে তখনি গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা যা করছে সবই ইতিহাসের সাক্ষী। জিয়াউর রহমান দেশের আইন ও স্বাধীনতা রক্ষা করেছে।

সংগঠনের সভাপতি আবুল কালাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফেরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ