শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ডেটা ওয়্যারহাউজ বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্য ভা-ার হিসেবে ব্যবহৃত হচ্ছে

ডেটা ওয়্যারহাউজ বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্য ভা-ার হিসেবে ব্যবহৃত হচ্ছে

DSC_0170১৩ আগস্ট দুপুর ২.৩০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে Enterprise Data Warehouse Presentation Ceremony শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক ব্যতিত অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস, এফবিসিসিআই, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিসহ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দও অনুষ্ঠানটিতে যোগদান করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্থাপিত এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউজ নামক একটি কেন্দ্রীয় তথ্য ভা-ার ও তার উপযোগীতা সম্পর্কে আলোকপাত করা হয়। মাননীয় গভর্ণর তার বক্তৃতায় বলেন, জ্ঞানভিত্তিক কেন্দ্রিয় ব্যাংক তৈরি করতে Proper Information Management এর কোন ব্যতিক্রম নেই। এ লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে স্বয়ংক্রিয় করার লক্ষ্যে আধুনিক এন্টারপ্রাইজ ডেটা ওয়ারহাউজ বা (ই.ডি.ডব্লিউ) স্থাপন করা হয়েছে । বর্তমানে ডেটা ওয়্যারহাউজ বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্য ভা-ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ন অনলাইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রয়োজনীয় বিশ্লেষণ ও তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে বিশ্বব্যাংকের সহায়তায় সিবিএসপি প্রকল্পের আওতায় এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউজ স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক সফটওয়্যার সমৃদ্ধ এই ডেটাওয়্যারহাউজে দেশের আমদানি-রপ্তানি, ব্যাংকিং পরিসংখ্যানসহ যাবতীয় অর্থনৈতিক এবং ব্যাংক সুপারভিশন সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকছে। তিনি আরো বলেন, ই.ডি.ডব্লিউ এর পরিসর শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অতিশীঘ্রই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা বা অন্যান্য অর্থনৈতিক বিশ্লেষণের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় ছক বিন্যাসের মাধ্যেমে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে যা জাতীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।  উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্ণর এবং নির্বাহী পরিচালকবৃন্দ। অনষ্ঠানটির সভাপতি ডেপুটি গভর্ণর জনাব নাজনীন সুলতানার সমাপনী বৃক্ততার মাধ্যমে শেষ হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ