সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসরকার যদি আন্দোলনে বাধা দেয় তাহলে জবাব জনগণই দেবে : মির্জা আব্বাস

সরকার যদি আন্দোলনে বাধা দেয় তাহলে জবাব জনগণই দেবে : মির্জা আব্বাস

সব নেতাকর্মী জেলে গেলেও ২০ দলের আন্দোলন থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাস। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা তার শাহজাহানপুরের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গেলে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, অনেক কথাই বলা হবে। আন্দোলনে বাধা দেওয়ার কথা বলা হবে, নেতাকর্মীদের জেলে ভরা হবে। কিন্তু সব নেতাকর্মী জেলে গেলেও আন্দোলন থেমে থাকবে না।

আব্বাস বলেন, সরকার যদি আন্দোলনে বাধা দেয় তাহলে জবাব জনগণই দেবে। আর সেই জবাব তারা কীভাবে দেবে তা আমরা জানি না। এই আন্দোলনে সরকার ‘সমর্থন’ ও ‘সম্মান’ দেখাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আব্বাস আরও বলেন, সরকার আগে যে ভুল করেছে, তা এবার করবে না। গণতান্ত্রিক আন্দোলনে সরকার সম্মান দেখাবে। দেশের ৯৫ ভাগ মানুষ যাদের পাশে রয়েছে, আশা করি সরকার তাদের প্রতি সমর্থন জানাবে। মির্জা আব্বাস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগদানের আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ