সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসোমবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

গাজায় ইজরায়েলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকাল ৪টায় তিনি ফিলিস্তিন দূতাবাসে যাবেন। সেখানে তিনি গাজায় ইজরায়েলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে মানবিক সাহায্যও দেবেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল  বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি আগ্রাসনের ২০তম দিন পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬০ জনে। ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না। নিহতের অধিকাংশই বেসামরিক নাগরিক। এর আগেও বিএনপি নেত্রী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন। এবার তিনি ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন সমবেদনা জানানোর জন্য।

আরও পড়ুন

সর্বশেষ