মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ৬

কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ৬

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩২), জাহেদ (১৮), হেলাল উদ্দিন (২৮), শহিদুল ইসলাম (২৭), রফিকুল আলম (৩৮) এবং পারভেজ (২৩)।

উদ্ধার করা ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে- ১০টি চ্যানেল ব্যাংক, ৪টি ল্যাপটপ, ৫টি মডেম, ৩টি সুইচ, ৪টি সিপিইউ, ৩টি মনিটর, ২টি আইপিএস, ৩টি আইপিএস ব্যাটারি, ১টি কি-বোর্ড, ৬টি রাইডার, ২টি ভোল্ড স্টেভলাইজার, ২টি এফডব্লিউটি এবং বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির ১৩ হাজার ২৩৮টি সিম।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোডে নিরাপদ আবাসিক এলাকার সানজিদা ম্যানসনের পঞ্চম তলায় এবং চট্টেশ্বরী রোডে এস এফ হোসাইন ভিলার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ