শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা ও বেসামরিক লোককে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদী মিছিল, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম বুখারি (র.) একডেমি। বেলা বারোটার দিকে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন একাডেমির সভাপতি মুহাম্মদ আহমদুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ শরফুদ্দিন জংগি, যুগ্ম ও তথ্য প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী রাশেদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসাইন, আলাউদ্দিন হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, টানা বিমান হামলায় অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যার পর ইহুদী রাষ্ট্র ইসরাইল স্থল অভিযান শুরু করেছে। বর্বরোচিত এ গণহত্যায় মসজিদ থেকে পুর্নবাসন কেন্দ্র কোনোটাই বাদ যায়নি। তারা বলেন, গণহত্যা অব্যাহত থাকলেও জাতিসংঘ ও বিশ্বের তথাকথিত মোড়লরা রহস্যজনকভাবে নীরব। ওআইসির মতো সংগঠন ও আরব দেশপ্রধানরাও নপুংসকে পরিণত হয়েছে। সমাবেশে অবিলম্বে এ হামলা বন্ধের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

সর্বশেষ