শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাইপাস অংশের লেমুয়ার ধুমঘাট ব্রিজ এলাকা থেকে মোহম্মদ আলী পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার সকাল দশটা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। সংশ্লিষ্ট সূত্রমতে, ফেনী বাইপাস সড়কের লেমুয়া ব্রিজ মেরামত ও সংলগ্ন এলাকায় সড়কের গর্ত ভরাটের কাজ চলায় এ যানজটের সৃষ্টি হয়। এক যাত্রী জানান, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ফেনীর লেমুয়া ব্রিজেই গাড়ি দাঁড়িয়ে কখন গন্তব্যে পৌঁছবো জানিনা।

 ঢাকা-চট্টগ্রাম ফোর লেন প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক জয় প্রকাশ  জানান, কিছুদিনের টানা বৃষ্টিতে সড়কের লেমুয়া, ফতেহপুর, মোহাম্মদ আলী এলাকায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এসব গর্ত ভরাটের কাজ চলছে এ কারণে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি রাত ৯টা নাগাদ কাজ শেষ হলে সড়কে যানজট স্বাভাবিক হবে। জয় প্রকাশ আরো জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা দূর করতে ১৫ রমজানের মধ্যেই সড়কের সব জায়গা মেরামত ও গর্ত ভরাটের কাজ সম্পন্ন করা হবে। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল খায়ের পাঠান যানজটের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ