শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ওয়ালটন প্রেজেন্টস ক্রীড়া লেখক সমিতির এআইপিএস সম্মাননা প্রদান সম্পন্ন

ওয়ালটন প্রেজেন্টস ক্রীড়া লেখক সমিতির এআইপিএস সম্মাননা প্রদান সম্পন্ন

দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন উপলক্ষে দেশের বিশিষ্ট ৪জন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে এআইপিএস সম্মাননা প্রদান করলো বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এ বছর ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশন (এআইপিএস)’র সম্মাননা প্রদান করেন রেজাউল রহমান সোহাগ, শহিদুল আজম, সৈয়দ মাজহারুল পারভেজ এবং প্রথম বারের মত ক্রীড়া ফটো জার্নালিস্ট হিসেবে এ সম্মাননা পান খন্দকার তারেক। এছাড়া, উক্ত অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় সদ্য নির্বাচিত আইসিসি’র প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’র সম্মানীত সদস্য আ হ ম মোস্তফা কামাল,এমপিকে। আজ শনিবার শহীদ ক্যাপ্টেন এম এ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত ক্রীড়া সাংবাদিকদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও ব্লেজার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক এবং আরবি গ্র“পের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার(ডন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন, বাফুফের ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মো: জালাল ইউনুস, সাবেক তারকা খেলোয়াড়রাসহ বিভিন্ন ক্লাব ও ফেডারেশনের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব স্পোর্টস এন্ড গেমস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’র এআইপিএস সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পর্কে বলেন- আমরা সব সময় ক্রীড়াঙ্গনের সাথে আছি এবং থাকবো। এ ধরনের অনুষ্ঠানের সাথে থাকতে পেরে আমরা ওয়ালটন পরিবার সত্যি খুব খুশি। আগামীতেও যদি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ও অন্য কোন অনুষ্টান আয়োজনের জন্য আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা আরবি গ্রুপের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করার জন্য আন্তরিক চেষ্টা করবো।

আরও পড়ুন

সর্বশেষ