মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিকংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি রাখেনি : ইন্ডিয়ান এক্সপ্রেসকে খালেদা

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি রাখেনি : ইন্ডিয়ান এক্সপ্রেসকে খালেদা

ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি রাখেনি। তারা শুধুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। কোন বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়, দু’দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকারের ভিত্তিতে নয়া দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক হওয়া উচিত। ভারতের প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার খালেদা জিয়া তার অফিসে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শুভজিত রায়কে এ সাক্ষাতকারটি দেন। এতে তিনি ভারতের নরেন্দ্র মোদি সরকারের কাছে তার প্রত্যাশা, ভারতের বিগত ইউপিএ সরকারের বিষয়ে তার চিন্তাভাবনা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত কেমন ছিল? এ প্রশ্নে খালেদা জিয়া বলেন, এটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ। সুষমা খুব চমৎকার মানুষ। আমরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। উদাহরণ হিসেবে বলা যায়, সীমান্ত হত্যাকা-ের মতো বিষয়। এ বিষয়ে সুষমা বলেছেন, তারা এ হত্যাকা- শূন্যতে নামিয়ে আনতে কাজ করে যাবেন। তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়ে তিনি নিশ্চিয়তা দিয়েছেন যে, এটা বাস্তবায়ন করা হবে। তিনি জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। কথার মধ্যে এমন সব প্রসঙ্গ এসেছে। শীতের সময় পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়, তখন জনসাধারণ পানি না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ভারতের বিরুদ্ধে। ভারতকে একটি বড় প্রতিবেশীসুলভ আচরণ করতে হবে। আমাদের রয়েছে দীর্ঘ সীমান্ত। ফলে সেখানে সমস্যা থাকতেই পারে। তিনি আমাদের উদ্বেগের বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি শুনেছেন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের যেসব বিষয় এখনও সমাধান করা হয় নি তা নিয়ে উদ্বেগের কথা ও জনগণ-জনগণ সম্পর্ক শক্তিশালী করার আমার প্রস্তাব।

বাংলাদেশের প্রতি নরেন্দ্র মোদি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন বলে আপনি মনে করছেন? এমন প্রশ্নে খালেদা জিয়া বলেন, এখনও তাদের অবস্থান পরিস্কার নয়। আমি নরেন্দ্র মোদির কাছে দুটি চিঠি লিখেছি। একটি লিখেছি নির্বাচনে তার বিজয়ের পর। আরেকটি চিঠি লিখেছি তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর। কারও প্রত্যাশা হতে পারে নতুন সরকার দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করতে দূরদৃষ্টিসম্পন্ন পন্থা খুঁজবে। নরেন্দ্র মোদি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্য দিয়ে তার শুভ উদ্যোগ ও দূরদৃষ্টির প্রকাশ পেয়েছে। এটা মেনে নেয়া হয় যে আমার প্রয়াত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন থেকে তিন দশকেরও বেশি আগে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। এখন মোদি এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমরা মনে করি এটা এ অঞ্চলের জন্য একটি ভাল উদ্যোগ। আমরা চাই আমাদের দেশের উন্নয়ন। পাশাপাশি আমরা ভারতেরও উন্নয়ন চাই।

আরও পড়ুন

সর্বশেষ