শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয় কিশোরগঞ্জের রাজাকার হাসান আলীর বিরুদ্ধে ৬ অভিযোগ

কিশোরগঞ্জের রাজাকার হাসান আলীর বিরুদ্ধে ৬ অভিযোগ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের সৈয়দ মোঃ হাসান আলীর বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববারের মধ্যেই এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে বলে জানান তারা। হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এতে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

রোববার সকালে তদন্ত সংস্থার কার্যালয় রাজধানীর ধানমণ্ডির সেফহোমে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম এ হান্নান খান ও সিনিয়র সমন্বয়ক সানাউল হক, এ মামলার তদন্তকারী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার কমান্ডার ছিলেন হাসান আলী। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সোমবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা আছে।

আরও পড়ুন

সর্বশেষ