মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদটপমডেলিং ও অভিনয়ে ব্যস্ত মুকিত

মডেলিং ও অভিনয়ে ব্যস্ত মুকিত

এ সময়ে দেশীয় টিভি নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক আলোচিত একটি নাম মুকিত জাকারীয়া। কাজের সূত্র ধরে ক্যামেরার সামনে বর্তমানে তুমুল ব্যস্ত তিনি। আর পর্দা উপস্থিতিতেও পথ চলছেন দাপুটে গতি নিয়ে। মিডিয়ার সঙ্গে মুকিতের সম্পৃক্ততা বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডে কাজ করার সূত্রে। সেটা আজ থেকে প্রায় অর্ধযুগেরও আগের কথা। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘শাড়ি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা তার শুরু। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘বাংলালিংক’র মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান মুকিত জাকারীয়া। সেই থেকে এখন পর্যন্ত তিনি ৪৬টি বিজ্ঞাপনের মডেল হয়েছেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অল্প সময়ে এতো বিজ্ঞাপনে মডেল হওয়াটা রেকর্ডই বলা চলে। মুকিত জাকারীয়া যত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তার মধ্যে যে সংলাপটি দর্শকের কাছে বেশি আলোচনায় এসেছে তা হলো ‘চায়ের দামে শরবত পাইলাম বাহ্‌ ভালোতো, ভালো না!’। মুকিত জাকারীয়া এখন পর্যন্ত ৩০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায়। তাই মিডিয়ায় আজকে তার অবস্থান নিয়ে তিনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ ফারুকীর কাছে। ফারুকীর নির্দেশনায় তিনি ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এছাড়া মুকিত অভিনয় করেছেন সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ও রয়েল অনিকের ‘গেম’ ছবিতে। এদিকে এই অভিনেতা সর্বশেষ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ইডিয়ট’-এ অভিনয় করেছেন। পাশাপাশি একই পরিচালকের ঈদের নাটক ‘রিটার্ন’-এও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ