সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়ঈদের পর সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন : খালেদা জিয়া

ঈদের পর সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন : খালেদা জিয়া

ঈদের পর সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন জোরদার করা হবে। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ২৫ মিনিটে শুরু হওয়া ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত নির্বাচিত ৬০ জন চেয়ারম্যান ও ৪০ জন ভাইস চেয়ারম্যান অংশ নিয়েছেন।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যানদের মধ্যে মানিকগঞ্জ সদরের আতাউর রহমান আতা, দোহারের কামরুল হুদা, নবাবগঞ্জের খন্দকার আশফাক, ধামরাইয়ের তমিজউদ্দিন, সাভারের কফিল উদ্দিন, ফরিপুরের নগরকান্দার শাহিনুজ্জামান শাহিন, সালথার ওয়াহিদুজ্জামান, মধুখালীর আজিজুর রহমান মোল্লা, চরভদ্রাসনের এ জি এম বাদল আমিন, নেত্রকোনার কেন্দুয়ার দেলোয়ার হোসেন ভূঁইয়া, বারহাট্টার মানিক আজাদ, মোহনগঞ্জের আ ক ম শফিকুল হক, মদনের হারেছ উদ্দিন এম এ হারেছ, গাজীপুরের কাপাসিয়ায় খন্দকার আজিজুর রহমান পেয়ারা, সদরের ইজাদুর রহমান মিলন, জামালপুর সদরের আমজাদ হোসেন মল্লিক, সরিষাবাড়ির ফরিদুল কবির তালুকদার, বক্সিগঞ্জের আবদুর রউফ তালুকদার, ইসলামপুরের নবী নেওয়াজ খান লোহানি, কিশোরগঞ্জ সদরের শরীফুল ইসলাম, কুলিয়ারচরের নুরুল মিল্লাত ,ভৈরবের গিয়াস উদ্দিন, মানিকগঞ্জের দৌলতপুর তোজাম্মেল হক, সিংগাইরের আবিদুর রহমান খান, সাটুরিয়ার বসির উদ্দিন ঠান্ডু, শিবালয়ের মোহাম্মদ আলী আকবর, হরিরামপুরের সাইফুল হুদা চৌধুরী শাতিল, ঘিওরের খন্দকার লিয়াকত হোসেন, শ্রীনগরের মমিন আলী, ময়মনসিংহ সদরের কামরুল ইসলাম ওয়ালিদ, ফুলপুরের আবুল বাশার আখন্দ, গৌরীপুরের আহমেদ তায়েবুর রহমান, মুক্তাগাছার জাকারিয়া হারুন, ত্রিশালের জয়নাল আবদিন, নারায়ণগঞ্জের বন্দর আতাউর রহমান মুকুল, সোনারগাঁওয়ের আজহারুল ইসলাম মান্নান, নরসিংদীর বেলাবো’র মোহাম্মদ আহসান হাবিব, শিবপুরের আরিফুল ইসলাম মৃধা, সদরের মঞ্জুর এলাহি, রাজবাড়ী সদরের এম এ খালেক, শেরপুরের ঝিনাইঘাতির আমিনুল ইসলাম, নালিতাবাড়ির এ কে এম মুখলেসুর রহমান রিপন, টাঙ্গাইলের দেলদুয়ারের এস এম ফেরদৌস আহমেদ, নাগরপুরের আবদুস সামাদ, কালিহাতির মোজহারুল ইসলাম তালুকদার, বাসাইলের কাজী শহিদুল ইসলাম প্রমুখ ছিলেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত রয়েছেন- মানিকগঞ্জের সদরের ফারজানা হোসেন, নেত্রকোনার বারহাট্টার আবদুল আউয়াল, খালিয়াজুরির মনোয়ারা বেগম, মোহনগঞ্জের কামরুন্নাহার, টাঙ্গাইলের সখীপুরের সবুর রেজা, বাসাইলের রাশেদা সুলতানা রুবি, ময়মনসিংহ সদরের খালেদা আতিক, মুক্তাগাছার শাহরিয়ার শরীফ, রাজবাড়ী গোয়ালন্দের নার্গিস পারভিন, সদরের বিউটি আখতার প্রমুখ উপস্থিত রয়েছেন।

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ প্রম‍ুখ নেতারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ