শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধসে নিহত ৩

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধসে নিহত ৩

সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে স্টেডিয়ামের পূর্বদিকের লাক্কাতুরা চা বাগানের চা পাতল শ্রমিক কলোনীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিক আজান আলীর ছেলে জাহেদ আহমদ (১২), মেয়ে নাসিমা আক্তার (১৮) এবং শ্রীমঙ্গলের চা শ্রমিক কুতুব উদ্দিনের ছেলে রুহুল (১৪)।

জানা যায়, স্টেডিয়ামের পূর্বদিকের দেয়ালের ঠিক নীচে চা শ্রমিক আজান আলীর ঘর। হঠাৎ রাত আড়াইটার দিকে স্টেডিয়ামের দেয়াল ভেঙ্গে পড়ে। এসময় আজান আলীসহ পরিবারের কয়েকজন সদস্য ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও বেরিয়ে আসতে পরেনি পরিবারের তিন সদস্য।

পরে এলাকাবাসী দু’জনকে বের করতে পারলেও অপর একজনকে ধ্বংস্তুপের নীচ থেকে বের করেন ফায়ার ব্রিগেডকর্মীরা। নিহত রহুল শ্রীমঙ্গল থেকে চাচার বাসায় বেড়াতে এসেছিলো। সে শ্রীমঙ্গলের চা শ্রমিক কুতুব উদ্দিনের পুত্র। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেড সিলেট অফিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই গাড়ি নিয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে উদ্ধার কাজ চালায়।

তিনি জানান, এলাকাবাসী ২ জনের লাশ উদ্ধার করলেও একজনের লাশ ফায়ারব্রিগেডের কর্মীরা উদ্ধার করেছেন। লাশটি দেয়াল চাপা পড়ায় এলাকাবাসী উদ্ধার করতে পরেননি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান স্টেডিয়ামের দেয়াল ধসের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আরও পড়ুন

সর্বশেষ