শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে ভুল ছিল: অর্থমন্ত্রী

সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে ভুল ছিল: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে সরকারের ভুল ছিল। সোমবার দুপরে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে আরব আমিরাত ও বাংলাদেশ সরকারের যৌথ আর্থিক প্রতিষ্ঠান ইউবিকো ডিভিডেন্ট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ভুলের কথা স্বীকার করেন। ব্যাংক ব্যবস্থার এ অবস্থা বন্ধে সরকারের কোনো উদ্যোগ আছে কি না এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে শুরুতে আমাদের দুর্বলতা ছিল তা এখন জোরদার করা হচ্ছে।

ইউবিকোর ডেপুটি চেয়াম্যান ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম জানান, ব্যাংকটি ২৭ বছর ধরে আমিরাত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে। গত বছর প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে। আর এ বছর প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ ডিভিডেন্ট দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট ১০০ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের এবং বাকি ৬০ শতাংশ শেয়ার আমিরাত সরকারের বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ