শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারাও ভ্রমণ কোটা সুবিধা পাবেন

বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারাও ভ্রমণ কোটা সুবিধা পাবেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এখন থেকে বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারাও ভ্রমণ কোটা সুবিধা পাবেন। এতদিন বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীরা এ সুবিধা পেতেন না। পড়াশোনা করতে যাওয়ার সময় তারা নিয়ে যেতে পারবেন ১২ হাজার ডলার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ।

তিনি বলেন, এতদিন চাকরি নিয়ে বা অন্য কোনো পেশার যারা বিদেশ ভ্রমণ করতেন তারাই কেবল এ সুবিধা পেতেন। কিন্তু শিক্ষার্থীরা যখন পড়াশোনা করতে যাচ্ছেন সেটিও ভ্রমণ। তাই তাদের ভ্রমণ কোটার আওতায় নিয়ে আসা হলো।

এর আগে, গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের একই বিভাগ আরেকটি প্রজ্ঞাপন জারি করে ১২ বছরের নীচের বয়সীদেরও ট্রাভেল কোটায় নিয়ে আসেন। নির্দেশনা মোতাবেক,  বড়রা বিদেশ ভ্রমণে ১২ হাজার ডলার নিতে পারেন। আগের নির্দেশনা মোতাবেক বছরে ৭ হাজার ডলারের বেশি বিদেশ ভ্রমণে ব্যয় করা যেতো না। জানা যায়, গত ৫ মে বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের ট্রানজিট ব্যয় ২শ’ ডলার থেকে বাড়িয়ে ৫শ’ ডলার করে।

আরও পড়ুন

সর্বশেষ