শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপএক-চতুর্থাংশ নারী মোদির মন্ত্রিসভায়

এক-চতুর্থাংশ নারী মোদির মন্ত্রিসভায়

ছয়জন নারীকে নিয়ে ভারতে নতুন সরকারের যাত্রা শুরু করেছেন নরেন্দ্র মোদি, যারা মন্ত্রিসভার পূর্ণ সদস্যের এক-চতুর্থাংশ। ৬৩ বছর বয়সি মোদির নতুন মন্ত্রিসভায় যে ৪৫ জন সোমবার শপথ নিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বয়ঃজ্যেষ্ঠ এবং সর্বকনিষ্ঠ দুজনই নারী। ৫৪৫ আসনের লোকসভায় বর্তমানে নারীদের হার ১১ শতাংশ, আর ২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ছয়জনই নারী। নারী মন্ত্রীরা হলেন- সুষমা স্বরাজ, মানেকা গান্ধী, নাজমা হেফতুল্লাহ, উমা ভারতি, হরসিমরাত কাউর বাদল ও স্মৃতি ইরানি।বিজেপির শীর্ষনেতাদের অন্যতম সুষমা পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সক্রিয় বিজেপি নেত্রী উমার ওপর ভার পানিসম্পদ মন্ত্রণালয় সামলানো। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, প্রয়াত সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা মন্ত্রী হিসেবে শপথ নেয়ায় অকংগ্রেসীয় সরকারেও থেকে যাচ্ছে গান্ধী পরিবারের চিহ্ন। মানেকার ছেলে বরুণও বিজেপির পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।নাজমা হেফতুল্লাহ
মন্ত্রিসভার বয়ঃজ্যেষ্ঠ সদস্য হলেন ৭৪ বছর বয়সি নাজমা হেফতুল্লাহ। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কংগ্রেস নেতা মওলানা আবুল কালাম আজাদের স্বজন নাজমা পঞ্চদশ রাজ্যসভার সদস্য। ২০০৭ সালে বিজেপির হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন নাজমা, কিন্তু হেরে যান কংগ্রেসের হামিদ আনসারির সঙ্গে। মন্ত্রী হিসেবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। প্রাণিবিদ্যায় ডক্টরেট ডিগ্রিধারী নাজমা বলিউড তারকা আমির খানেরও আত্মীয়। মওলানা আজাদের দল কংগ্রেসের মধ্য দিয়েই নাজমার রাজনীতিতে আসা। তবে নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ২০০৪ সালে বিজেপিতে যোগ দেন নাজমা। বলা হয়, সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিত্বের টক্কর থেকেই কংগ্রেস ছাড়েন তিনি।

স্মৃতি ইরানি
মোদির মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যিনি স্থান পেয়েছেন, সেই স্মৃতি ইরানি এই লোকসভা নির্বাচনে আলোচিত মুখ। ৩৮ বছর বয়সি স্মৃতি ইরানি ভারত সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছিলেন এক সময়। স্মৃতি ইরানির মুখটি সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে স্টার প্লাসের ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালে তুলসী চরিত্রটির মাধ্যমে।  পরে রামায়নের সীতা চরিত্রও ছোট পর্দায় রূপায়ন করেন তিনি।

রঙ্গমঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসে দ্বিতীয়বারেই চমক দেখান স্মৃতি। পঞ্চদশ লোকসভায় হারের পর গান্ধী পরিবারের আসন উত্তর প্রদেশের আমেথিতে এবার তাকে পদ্মফুলের প্রার্থী করে বিজেপি। রাহুল গান্ধীর কাছে হারলেও দুই লাখের বেশি ভোট পেয়ে রাজীব-সোনিয়া তনয়ের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি, যার পুরস্কার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি। নাজমার মতো বিজেপির সহসভাপতি স্মৃতি ইরানিও পঞ্চদশ রাজ্যসভার সদস্য ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ