মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নগরীর ওআর নিজাম রোডের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গার মালিকানা দাবি করলেন আবদুল গণি নামে এক ব্যক্তির উত্তরসূরীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দাবিদার জহর চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক দাবিদার মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াছ মোহাম্মদ আবু বক্কর, গোলতাজ বেগম ও গোলশান বেগম। এর আগে একই জায়গার মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছিলো আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান আলিশা প্রপার্টিজ।

লিখিত বক্তব্যে জহর চক্রবর্তী বলেন,‘যারা জমির মালিকানা দাবি করছেন তাদের কোনো আইনী ভিত্তি নেই। এক পক্ষ ভুয়া ওয়াকফ সম্পত্তির নামে জায়গা দখল করে আছে। অন্য পক্ষ ভুয়া খতিয়ান সৃষ্টি করে দখলের চেষ্টা করছে। খতিয়ানটি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) স্থগিত করেছেন। কারণ যারা এ জমি নিয়ে টানা হেঁচড়া করছেন তারা সত্যিকারের ওয়ারিশ নন।’

তিনি বলেন,‘১৯২৭ সাল থেকে এই জমির মালিক সমদ আলীর চার ছেলে হায়দার আলী, ইমাম আলী, আবদুল গণি ও এয়াকুব আলী। প্রথম দু’জন ওয়ারিশবিহীন অবস্থায় মারা যাওয়ায় পুরো জমির মালিক হন আবদুল গণি ও এয়াকুব আলী। সংবাদ সম্মেলনে উপস্থিতরা আবদুল গণির ওয়ারিশ। আবদুল গণির সন্তানদের সঙ্গে করা চুক্তিপত্র মূলে আমিও জমির মালিক।’

জহর চক্রবর্তী বলেন,‘আবদুল গণির ছেলেরাই ওই জায়গার মৌরশী সূত্রে প্রকৃত ওয়ারিশ। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত তাদেরকে প্রকৃত মালিক সাব্যস্ত করে রায় দিয়েছেন। মহামান্য সুপ্রীম কোর্টে লিভ টু আপীল আদেশের অপেক্ষায় রয়েছে।’

জহর চক্রবর্তী অভিযোগ করে বলেন,‘ব্যক্তিগত মালিকানাধীন ভূমি অন্যায়ভাবে দখলে নিয়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড ঝুলানো হয়েছে। জমিটির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান। স্থাপনা নির্মাণে আদালতের স্থগিতাদেশও আছে। সিটি কর্পোরেশন আদালতের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ করছে।’ এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিকানার দাবিদাররা।

আরও পড়ুন

সর্বশেষ