রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তি ক্রোক করেছে প্রশাসন

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তি ক্রোক করেছে প্রশাসন

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি ক্রোক করেছে প্রশাসন। সোমবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ই্‌উএনও) হোসনা আফরোজা, ‌এএসপি সার্কেল মো: আবু হানিফের উপস্থিতিতে ‌এ সম্পত্তি ক্রোক করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহআলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ শাখার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ চাঁদপুরের পুলিশ সুপার বরাবরে সম্পত্তি ক্রোকের নির্দেশপত্র পাঠান।

বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিষয়ে সরকার কর্তৃক গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশপত্র পাঠানো হয়। তারই ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর ৮ এপ্রিল হাজীগঞ্জ থানার ওসি শাহ আলমকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। হাজীগঞ্জ থানাপুলিশ স্মারকলিপির মাধ্যমে গত ৯ এপ্রিল সম্পত্তি শনাক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-১-এর স্মারক নং ৭৮৩ ও ৭৮৪-তে দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী ২৪৬ মৌজার নাল, বাগান, ভিটি ও পুকুরে ১৩৬নং খতিয়ানে ৯.২২৫০ একর সম্পত্তি রয়েছে রাশেদ চৌধুরী গংদের। রাশেদ চৌধুরীর এক বোন ও আট ভাই রয়েছে। সম্পত্তির বণ্টননামার ভিত্তিতে রাশেদ চৌধুরীর প্রাপ্য জমি পৃথক করে ক্রোক ও বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

আরও পড়ুন

সর্বশেষ