মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডাকা হয়। মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে এই দুই জেলা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের যান চলাচল। এতে সাধারণ যাত্রী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

সড়ক-মহাসড়কে তিন চাকার যানবাহন নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, বাংলাবান্ধা স্থলবন্দরে কুলি শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ এবং স্থলবন্দরে রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচল করতে দেওয়ার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতিসহ ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নয়টি পরিবহন সংগঠন গত রোববার এক যৌথ সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন সংগঠনগুলোর বৈঠক হয়। বৈঠক থেকে কোনো সমাধান না আসায় আজ থেকে ধর্মঘট শুরু করে সংগঠনগুলো। তবে দিনাজপুর জেলা এতে সাড়া দেয়নি।

আরও পড়ুন

সর্বশেষ