বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় হেফাজত নেতা মুফতি ইজাহার এবং তার ছেলে মুফতি হারুনসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। রোববার দুপুরে মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান টানা ২ ঘণ্টার শুনানি শেষে এই চার্য গঠন করেন।

আগামী ২৮ এপ্রিল থেকে মামালার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।বিস্ফোরণ আইনের মামালায় চার্জ গঠনের শুরুতে মামালা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে আসামীপক্ষ। সরকার পক্ষ এর বিরোধিতা করলে শুরু হয় তুমুল বিতর্ক। পরে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

অভিযুক্ত আসামীদের মধ্যে মুফতি হারুনসহ ৮ জন গ্রেপ্তার হলেও হেফাজত নেতা মুফতি ইজহার পলাতক রয়েছেন। এর মাঝে একবার তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আরও পড়ুন

সর্বশেষ