সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুদক আইনের সংশোধিত ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

দুদক আইনের সংশোধিত ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের বিশেষ সুবিধা দিয়ে জাতীয় সংসদে পাশ হওয়া দুদক আইনের সংশোধিত ধারাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার রুলের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের  হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, ২৫ নভেম্বর সংশোধিত দুদক আইনের ৩২(ক) ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। চার সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।

তিনি বলেন, ৩২ (ক) এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের বিশেষ সুবিধার কথা উল্লেখ রয়েছে। এর আগে এ আইন বাতিলে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

আরও পড়ুন

সর্বশেষ