সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়গণজাগরণ মঞ্চের রোডমার্চে হামলা আহত ২

গণজাগরণ মঞ্চের রোডমার্চে হামলা আহত ২

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহরে তিন দফায় হাতবোমা হামলায় অন্তত দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন- বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম (৬৫)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা ও বনানী বাইপাস এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
রোডমার্চে থাকা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ জানান, শেরুয়া বটতলায় গাড়িবহরের দুটি বাসে হাতবোমা নিক্ষেপ করা হয়। এসময় ইট-পাটকেলও নিক্ষেপ করে হামলাকারীরা।
বাকি বিল্লাহ জানান, গাড়িবহরের আটটি বাসের মধ্যে ২ ও ৩ নম্বর বাসে হাতবোমার বিস্ফোরণে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
শেরপুর থানার ওসি আলী আহম্মেদ জানান, দুর্বৃত্তদের হামলার পর শেরপুর বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে রোডমার্চ। এরপর বগুড়া শহরে ঢোকার আগে রাত সাড়ে ৮টার দিকে বনানী বাইপাস এলাকায় অন্তত দুই দফা বোমা হামলা হয়।
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সকালে শাহবাগ থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ।
আরও পড়ুন

সর্বশেষ