শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়অর্ধেকেরও বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেন

অর্ধেকেরও বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনে অর্ধেকেরও বেশি সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় সেখানকার ভোটাররা বঞ্চিত হয়েছেন বলে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইয়্যেদা ওয়ার্সি। সোমবার পাঁচ জানুয়ারির নির্বাচনের উপর মন্তব্য করে দেয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন এই প্রতিক্রিয়া দিলেন তিনি। যেখানে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন এ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি।

তিনি বলেন, নির্বাচনে ১৪৭টি আসনে অনুষ্ঠিত ভোটেও খুব কম সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

তিনি মনে করেন, অন্যান্য দেশের মত যুক্তরাজ্যও চায় বাংলাদেশের সকল দল আলোচনায় বসে একটি সমাধান বের করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করবে।

যুক্তরাজ্য মনে করে বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্বাচন করেছে। তবে রাজনৈতিক সহিংসতায় এত মানুষের মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসাবে আখ্যায়িত করেন।

আরও পড়ুন

সর্বশেষ