শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউসাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হচ্ছে : টাইমসকে প্রধানমন্ত্রী

সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হচ্ছে : টাইমসকে প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছি। এখন সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হচ্ছে। শনিবার প্রকাশিত দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা জনগণের ভোটাধিকার হরণ করা চেষ্টা করছেন।তারা গণতন্ত্রকে হত্যা করতে চাচ্ছেন।

দ্য টাইমসের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি রবিন পাগনামেন্তাকে প্রধানমন্ত্রী বলেছেন, একজন সামরিক একনায়কের স্ত্রী একজন সামরিক একনায়কের মতোই কাজ করছেন। রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাতকার নেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংকটকে আরো উস্কে দেয়ার জন্য আলোচনা প্রত্যাখ্যান করার পাশাপাশি সন্ত্রাসকে প্ররোচিত করছেন বিরোধীদলীয় নেতা। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

আরও পড়ুন

সর্বশেষ