শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে সরকার রেড নোটিশ জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এই তথ্য জানান আইন উপদেষ্টা ।
আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।