শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপপরিবেশ ভালো বললেন যুক্তরাজ্যের পর্যবেক্ষক

পরিবেশ ভালো বললেন যুক্তরাজ্যের পর্যবেক্ষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরিবেশ ভালো বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে। তবে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয় বলেও জানান তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মার্টিন ডে বলেন, এখনো ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আশা করছি এ সংখ্যা বাড়বে। এখনই কোনো মন্তব্য করছি না। পর্যবেক্ষণ করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৪ দেশের ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন। প্রায় ৭০ জন এরইমধ্যে ঢাকায় এসেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন। এদের মধ্যে ১২৬ জন বিদেশিকে নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে কমিশন।

রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত–এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন।

ইসির অনুমোদন পাওয়া তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, ফিলিস্তিন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, জর্ডান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের নাগরিক রয়েছেন।

এর বাইরে বিভিন্ন দেশের ৭৬ জন বিদেশি সাংবাদিকও নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য মাঠে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ