শুক্রবার, মে ১০, ২০২৪
প্রচ্ছদটপসংসদ অধিবেশনে যোগদানের দুই ঘন্টার মাথায় বিএনপি'র ওয়াক আউট

সংসদ অধিবেশনে যোগদানের দুই ঘন্টার মাথায় বিএনপি’র ওয়াক আউট

Parlemant-khaledaদীর্ঘ সোয়া এক বছর পর সংসদে যোগ দেয়ার দুই ঘণ্টার মাথায় ওয়াক আউট করলো প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার বিকালে নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেন।

বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করার পর সংসদে স্পিকার ছাড়াও মহাজোটের সদস্যরা তাদের অভিনন্দন জানান। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বেগম জিয়ার নেতৃত্বে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন।

এর আগে বিকালে সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বিএনপি’র সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলের ৩৮ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংসদে ফেরার ঘোষণা দেন।

এসময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দলীয় এক সংসদ সদস্যের আনা মুলতবি প্রস্তাব প্রত্যাহারের কথাও জানান তিনি। এছাড়া, সংসদে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোন আলোচনা করবেন না বলেও জানান বিরোধী দলীয় চিফ হুইপ ফারুক।

ওয়াক-আউটের পর আর ফেরেনি বিরোধী দল। তাই বিরোধী দলকে ছাড়াই সোমবার রাত পৌনে ন’টার দিকে মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। মাগরিবের নামাজ বিরতির পর দ্বিতীয় দফায় শুরু হওয়া বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এই ওয়াকআউটের ঘোষণা দেন। অবশ্য তার আগে মাগরিবের নামাজ বিরতির সময়েই অধিবেশন কক্ষ ত্যাগ করে বাসার পথ ধরেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। অধিবেশন কক্ষে প্রবেশের আগে আয়োজিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ‘সরকারি দলের আচরণের ওপর আমাদের সংসদে থাকা নির্ভর করছে’ মন্তব্য করলেও শেষ পর‌্যন্ত ওই কথা ঠিক থাকেনি। সরকারি দলের কোনরকম উস্কানি ছাড়াই তারা ওয়াক আউট করেন।

তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বিরোধী দল কোন প্রস্তাব তুলবে না বলে যে ঘোষণা ফারুক দিয়েছিলেন তা শেষ পর‌্যন্ত ঠিক রেখেছেন। কার‌্যত ওয়াক আউট ছাড়া মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশনের প্রথম দিন বিএনপির তেমন উল্লেখযোগ্য কোন অংশগ্রহণ চোখে পড়েনি।

আরও পড়ুন

সর্বশেষ