রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপ্রার্থিতা ফিরে ফেতে হাইকোর্টে রিট করেছেন শামীম-শাম্মী-সাদিক আব্দুল্লাহ

প্রার্থিতা ফিরে ফেতে হাইকোর্টে রিট করেছেন শামীম-শাম্মী-সাদিক আব্দুল্লাহ

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থী। তারা হলেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার (১৭ ডিসেম্বর) তাদের পক্ষে এ রিট করা হয়।

এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল করে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রায় দেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। ওই রায়ের বিপরীতে রোববার তারা হাইকোর্টে রিট করেন।

জানা গেছে, সাদিক আব্দুল্লাহ দুটি রিট করেছেন। তার পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আর অপর দুজনের পক্ষে শুনানিতে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর মধ্যে একটি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এবং অপর দুটি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম  মনিরুজ্জামানের বেঞ্চে শুনানি হবে।

আরও পড়ুন

সর্বশেষ