শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবঙ্গবন্ধু টানেলে এক সপ্তাহে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা

বঙ্গবন্ধু টানেলে এক সপ্তাহে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গত এক সপ্তাহে ৫৪ হাজার ৬৫টি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করেন। ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি চলাচল শুরু হয় এই টানেলে। প্রথম দিন রবিবার সকাল ৬টা থেকে টানা তিনদিন টানেলে গাড়ি চলাচলে হরতাল-অবরোধের প্রভাব পড়ে। এ কারণে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করতে পারেনি। এতে টোল আদায়ও কম হয়। এরপরও ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাত দিনে ৫৪ হাজার ৬৫টি গাড়ি টানেল দিয়ে চলাচল করেছে। এসময় টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সাত দিনের মধ্যে শুক্রবার (৩ নভেম্বর) সবচেয়ে বেশি গাড়ি পার হয়েছে টানেল দিয়ে। ওই দিন ১৪ হাজার ৭৯৮টি গাড়ি পার হয়েছে। এতে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ