শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবিদ্যুৎ ভবনে আগুন, নিয়ন্ত্রণে

বিদ্যুৎ ভবনে আগুন, নিয়ন্ত্রণে

রাজধানীর সচিবালয়ের পাশের বিদ্যুৎ ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গাড়ি চালক শফিকুল ইসলাম জানান, বুধবার (১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বিদ্যুৎ ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে।  আগুন লাগার পর পরই ভবনের সবাইকে বের করে দেয়া হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ ভবনের সিকিউরিটি সুপার ভাইজার সোহরাব হোসেন জানান, বেজমেন্টে আগুন লেগেছিল। আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তিনি জানাতে পারেননি। এ ছাড়া কীভাবে আগুন লেগেছিল তাও বলতে জানাতে পারেননি সোহরাব হোসেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, বিদ্যুৎ ভবনের বেজমেন্টে ময়লার স্তূপে সিগারেটের খোসা থেকে হয়তো আগুন লেগে থাকতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভে যায়। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ