সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআইআইইউসি'র ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এর ২য় ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আইআইইউসি’র ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এর ২য় ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

০২ অক্টোবর ২০২৩ শনিবার আইআইইউসির সেমিনার হলে উক্ত অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আইআইইউসির প্রক্টর ও ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর পরিচালক মোঃ ইফতেখার উদ্দীন এর সভাপতিত্বে অরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন আইএফএলের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দার, সাইন্স অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোঃ শায়খুল আজম আবরার প্রমূখ।IMG-20231004-WA0016

আইআইইউসির ইন্সটিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এ ইংরেজি, আরবী ও তুর্কী এই তিন ভাষার কোর্স চালু আছে। তিন মাস ভিত্তিক এ সকল কোর্সে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়।

আইএফলএলের ২য় ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা বিভিন্ন ভাষা শিক্ষার কারিকুলাম, গুরুত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় দিক তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে ফার্সি, চায়না ও অন্যান্য ভাষায় কোর্স চালু করার আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ