মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ

রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ

রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পবিত্র রমজানে সকাল ৯টা থেকে অফিস শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের সময়সূচি নির্ধারণ করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন

সর্বশেষ